নওগাঁ 

দিনটি ছিলো ৬ মার্চ ২০২০, ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের উওর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বরেন্দ্রীয় অংশ নওগাঁ। ঘুরতে যাওয়া মানেই কিছু স্মৃতি অর্জন করা,হোক সেটা দুঃখ , কষ্ট বা আনন্দের। আমিও এমন কিছু স্মৃতি অর্জন করেছি।। ঘুরতে গিয়েছিলাম বেশ কয়েকজন ফ্রেন্ডদের সাথে।ঘোরাঘুরির সময় টা দুই দিনের ছিলো কিন্তু খুবই সুন্দর সময় কাটাইছি। যেদিন ঘুরতে বের হবো সেদিন অনেক বৃষ্টি ছিল ভাবছিলাম সেদিন আর ঘোরা হবে না যাই হোক বৃষ্টি থামার পর তারপরও যতটুকু সময় পেয়েছি ঘুরছি, দেখার মধ্যে ছিলো, নওগাঁ জেলার পতিসর গ্রামে নাগর তীরে অবস্থিত রবি ঠাকুরের কুঠিবাড়ি। অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো যাওয়ার এবার সেটা পূরণ হলো।আর ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা, গানের আসর ,খাওয়া দাওয়া,সাথে কিছু গেইম , খুনসুটি,আর সবশেষে নিজেদের সম্পর্কে কিছু অজানা তথ্য। সবমিলিয়ে দুই দিনের নওগাঁ ট্যুর খুব খুব ভালো কেটেছে।।
ট্যুর সবসময়ের জন্য আনন্দের এবং মন ভালো রাখার, সেটা বড় ট্যুর বা ছোটো ট্যুরেই হোক না কেনো।
লেখাঃ বর্ষা রয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়